করোনা মোকাবিলায় এবার অবিজেপি নেতৃত্বের বৈঠক, থাকবেন মমতা

করোনা মোকাবিলা নিয়ে এবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক। শুক্রবার বিকেল ৩টেয় ভিডিওকনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে একদিকে যেমন সনিয়া গান্ধী, শরদ পাওয়ারের মতো নেতা উপস্থিত থাকবেন, সেরকমই উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

May 19, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা মোকাবিলা নিয়ে এবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক। শুক্রবার বিকেল ৩টেয় ভিডিওকনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে একদিকে যেমন সনিয়া গান্ধী, শরদ পাওয়ারের মতো নেতা উপস্থিত থাকবেন, সেরকমই উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

থাকবেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা

থাকবেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা

এই বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে।

বৈঠকের বিষয় বস্তু

বৈঠকের বিষয় বস্তু

লকডাউন, করোনা পরিস্থিতি, পরিযায়ীদের দুর্দশা নিয়ে নিয়ে আলোচনা হবে। আলোটনা হবে আর্থিক প্যাকেজ নিয়েও। কেন্দ্রের কাছে মিলিতভাবে আর্থিক প্যাকেজের দাবি জানানো হবে বলেই সূত্রের খবর। বলা হবে কেন্দ্র প্যাকেজ না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মধ্যে মুখ্যমন্ত্রীদের বৈঠক

 করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মধ্যে মুখ্যমন্ত্রীদের বৈঠকে

দেশব্যাপী করোনা লকডাউন শুরুর ঠিক আগে ২০ মার্চ থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে পাঁচটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সময়ে সময়ে রাজ্যের পরিস্থিতি এবং সম্ভাব্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীদের মত জানতে চেয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen