চটপট ঘুরে আসুন, ১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ডুয়ার্সের জঙ্গল

ডুয়ার্সের জঙ্গল পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে ১৫ জুন থেকে। এই সময়টা বন্যপ্রাণীদের প্রজননের মরশুম। ফলে ফি বছর জুন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকে জঙ্গল। তাই চটজলদি ঘুরে আসুন ডুয়ার্সের জঙ্গল থেকে।

June 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অরণ্যপ্রেমীদের হাতে শেষ সুযোগ। চটজলদি ঘুরে আসুন ডুয়ার্সের জঙ্গল থেকে। ক’টা দিন পরই বন্ধ হবে ডুয়ার্সের জঙ্গলের দুয়ার! পর্যটকদের জঙ্গল ভ্রমণের সুযোগ থাকবে না।

ডুয়ার্সের জঙ্গল পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে ১৫ জুন থেকে। এই সময়টা বন্যপ্রাণীদের প্রজননের মরশুম। ফলে ফি বছর জুন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকে জঙ্গল।

গরুমারা, জলদাপাড়া, বক্সা, চাপরামারি—সব জঙ্গলেই শেষ কয়েকদিন জঙ্গল সাফারির সুযোগ থাকছে। সিকিমে ধস ও প্রবল বর্ষণের কারণে অনেকেই ডুয়ার্সে আসছেন। জঙ্গলে পর্যটকদের ভিড় বাড়ছে। জিপ সাফারিতে বন্যপ্রাণীদের দেখার সুযোগও মিলছে।

ডুয়ার্সের জঙ্গল মানেই রোমাঞ্চের ছোঁয়া। বন্ধ হওয়ার আগে হাতে অল্প কিছুদিন সময় রয়েছে। ডুয়ার্স ভ্রমণের প্ল্যান সাজিয়ে ফেলুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen