ফেলে দেওয়া ফুল থেকে ভেষজ আবির তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে দমদম পুরসভা

ফেলে দেওয়া ফুল থেকে গত বছর পরীক্ষামূলকভাবে ভেষজ আবির তৈরি করেছিল উত্তর দমদম পুরসভা।

March 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোয় ব্যবহার হওয়ার পরে ফেলে দেওয়া ফুল এবং পাতা বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করার কাজ আগেই শুরু করেছিল উত্তর দমদম পুরসভা। ওই ফুল থেকে ভেষজ আবির এবং ধূপকাঠি তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই অনুযায়ী শুরু হয় কাজ।

ফেলে দেওয়া ফুল থেকে গত বছর পরীক্ষামূলকভাবে ভেষজ আবির তৈরি করেছিল উত্তর দমদম পুরসভা। সে আবির সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের পাঠিয়ে সুনাম অর্জন করেছিল। সেই সাফল্যে ভর করে চলতি বছর ভেষজ আবিরের বাণিজ্যিকীকরণ করল পুরসভা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার সামনে ভেষজ আবিরের স্টল উদ্বোধন করলেন। আজ, বুধবার শহরের চারটি জায়গার স্টল থেকে আবির বিক্রি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি পৃথকভাবে পুজোর ফুলও সংগ্রহ করে উত্তর দমদম পুরসভা। গত কয়েক বছর ধরে এই কাজ চলছে। ২০২৩ সাল পর্যন্ত ফুল ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো। কিন্তু ২০২৪ সালে ফুল ও বেলপাতা থেকে ভেষজ আবির, ধূপ ও জৈব সার তৈরির পরিকল্পনা হয়। সে জন্য মাঝেরহাটি এলাকায় পৃথক শেড তৈরি ও বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্প থেকেও আর্থিক সহযোগিতা জোগাড় হয়। প্রকল্প রূপায়ণে খরচ হয়েছিল প্রায় ৬০ লক্ষ টাকা। শহরের স্বনির্ভর গোষ্ঠীর ২০ জন মহিলা এখানে কাজ করেন। গত বছর ২০ কেজি আবির তৈরি হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen