পুজোর থিমে কলকাতার সঙ্গে জোর টক্কর উত্তরের শহরতলির

সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, বরানগরের পুজোগুলি রীতিমতো পাল্লা দিচ্ছে কলকাতার সঙ্গে।

October 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার পুজোগুলোর সঙ্গে জোর টক্কর দিচ্ছে উত্তর শহরতলির পুজোগুলো। সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, বরানগরের পুজোগুলি রীতিমতো পাল্লা দিচ্ছে কলকাতার সঙ্গে। সোদপুরের বার্মাশেল, উদয়ন সঙ্ঘ, শহিদ কলোনি, নবোদয় সঙ্ঘ, আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীন, বেলঘরিয়ার মানসবাগ, ১৭ পল্লি, বরানগরের নেতাজি কলোনি, ন’পাড়া দাদাভাই সঙ্ঘ, রবীন্দ্রনগর, বন্ধুদলের পুজোগুলোকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আকর্ষণ বাড়ছে।

উত্তর শহরতলির পুজোগুলোর মধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে সোদপুরের বার্মাশেল। এবার ৭৫তম বর্ষে প্যারিসের অপেরা হাউস তৈরি করেছে তারা। অন্যদিকে, সোদপুর নবোদয় সঙ্ঘের পুজোর থিম হ্যারি পটারের জাদুনগরী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen