Kolkata Metro: মেট্রো উদ্বোধনের দিন নস্টালজিক মমতা, ভাগ করে নিলেন পুরনো স্মৃতি
তিনি এই মেট্রো পরিকাঠামো সম্প্রসারণকে তাঁর একটি দীর্ঘ সফরের অঙ্গ বলে উল্লেখ করে লেখেন, “আজ আমাকে কিছুটা নস্টালজিক (nostalgic) হতে দিন।”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৫০: কলকাতায় একাধিক রেল করিডোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু এই প্রত্যেকটি প্রকল্প অনুমোদন হয়েছিল, এবং বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য। রেলমন্ত্রী থাকাকালীন প্রত্যেকটি প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করা, এবং আরও অনেক প্রকল্পের পরিকল্পনা তখনই করেছিলেন মমতা।
একাধিক মেট্রো রেল করিডরের পরিকল্পনা ও অনুমোদনের স্মৃতি ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (X) হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় মহানাগরিক মেট্রো গ্রিড (metropolitan metro grid) তৈরির সমস্ত কাজ করার সৌভাগ্য তাঁর হয়েছিল।
তিনি লিখেছেন, জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর ফাইভ-সহ শহরের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করার জন্য ব্লু-প্রিন্ট (blueprint) তৈরি, অর্থের ব্যবস্থা এবং সময়মতো কাজ শুরু করা হয়েছিল তাঁর হাত ধরেই। টালিগঞ্জ-গড়িয়া, দমদম-গড়িয়া, দক্ষিণেশ্বর-দমদম, সল্টলেক-হাওড়া সংযোগগুলির সূচনাও তাঁর সময়ে হয়। মমতা ভাগ করে নেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলপথের রুট (route) বাস্তবসম্মত ভাবে পরিবর্তন করে কাজের পথ প্রশস্তও তিনি করেছিলেন।
রেলমন্ত্রী থাকাকালীন কলকাতায় মেট্রো রেলের একটি পৃথক জোন (zone) তৈরি এবং ওয়ার্ল্ড ক্লাস স্টেশন (world class station) তৈরির ঘোষণার কথাও তিনি উল্লেখ করেন। পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রকল্পগুলির বাস্তবায়নে তাঁর সরকারের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন। রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং বিভিন্ন এজেন্সির (agency) মধ্যে সমন্বয় করে কাজ দ্রুত শেষ করার দাবি করেন তিনি।
তিনি এই মেট্রো পরিকাঠামো সম্প্রসারণকে তাঁর একটি দীর্ঘ সফরের অঙ্গ বলে উল্লেখ করে লেখেন, “আজ আমাকে কিছুটা নস্টালজিক (nostalgic) হতে দিন।”