ফি বছর ২ কোটি নয়, ৩ বছরে মাত্র ১.৩৯ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার

মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই মুহূর্তে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি গ্রুপ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮০২,২৪৩।

July 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দেওয়া বছরে দু’কোটি চাকরির (Jobs) প্রতিশ্রুতি কতটা রক্ষা করা হয়েছে? তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek 0 Brien) লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)জানিয়েছেন, গত তিন বছরে কেন্দ্র এ, বি, সি তিনটি গ্রেড মিলিয়ে মোট ১ লক্ষ ৩৯ হাজার জনের চাকরির সুপারিশ করা হয়েছে। ডেরেক প্রশ্ন করেছিলেন সরাসরি প্রধানমন্ত্রীকেই। তাঁর পরিবর্তে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

এই পরিসংখ্যানে ডেরেকের প্রতিক্রিয়া, ‘বিরোধীদের কঠিন প্রশ্ন এড়াতেই সরকার বাদল অধিবেশন চালাতে চাইছে না, কোনওরকম আলোচনার রাস্তায় হাঁটতে চাইছে না। সাত বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসা কেন্দ্রের আসল উদ্দেশ্য হল দেশবাসীকে বিভ্রান্ত করা এবং প্রকৃত সত্য জানতে না-দেওয়া।’

জিতেন্দ্র সিং জানান, স্টাফ সিলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। মন্ত্রীর দাবি, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ আর্থিক বছরে গ্রুপ এ”বিভাগে যথাক্রমে ৪৩৯৯, ৫২৩০ এবং ৩৬০৯ জনের চাকরির সুপারিশ করা হয়েছে। এর পরের ধাপ অর্থাৎ গ্রুপ ‘বি’ ও ‘সি’-তে নিয়োগের সুপারিশের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি বলে দাবি করা হয়েছে সরকারি পরিসংখ্যানে। ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ আর্থিক বছরে দুটি বিভাগ মিলিয়ে যথাক্রমে ৪২৩৮৩, ১৪৬৯১ এবং ৬৮৮৯১ জনের চাকরির সুপারিশ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে তিন বছরে এ, বি ও সি মিলিয়ে মোট নিয়োগের সুপারিশ হয়েছে ১৩৯,২০৩ জনের। মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই মুহূর্তে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি গ্রুপ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮০২,২৪৩।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen