‘কেজি প্রতি ২ টাকাও জোটে না’, BJP শাসিত মধ্যপ্রদেশে চরম আর্থিক সংকটে পেঁয়াজ চাষিরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪১: আজও চরম আর্থিক সংকটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পেঁয়াজ চাষিরা। রাজ্যের বিভিন্ন কৃষি বাজারে পেঁয়াজের দাম নেমে এসেছে (Onion prices drop) প্রতি কেজি মাত্র ১.৭০ থেকে ১.৯৯ টাকা, যা চাষের খরচ তো দূরের কথা, পরিবহণ ব্যয়ও মেটাতে পারছে না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কৃষকরা বলছেন, “বিনামূল্যে দিয়ে দেব, তবু লোকসানে বিক্রি করব না”।
মন্দসৌর, শাজাপুর, খাণ্ডওয়া, ও উজ্জয়িনীর মতো পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলিতে কৃষকরা জানাচ্ছেন, ৬-৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করেও যাতায়াত খরচ উঠছে না। কেউ ৭০০ টাকা, কেউ বা ১,০০০ টাকা খরচ করে পেঁয়াজ নিয়ে এসে পাচ্ছেন মাত্র ৩২০০ টাকা, যা দিয়ে জ্বালানি খরচও মেটানো যাচ্ছে না।
অন্যদিকে, বাজারে ভোক্তারা এখনও ১৫-২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন। ফলে প্রশ্ন উঠছে, এই বিশাল পার্থক্যের লাভ যাচ্ছে কোথায়? কৃষকদের অভিযোগ, মধ্যসত্ত্বভোগী ও পাইকারি ব্যবসায়ীরাই এই ব্যবধানের সুবিধা নিচ্ছেন।
চাষিদের একাংশের দাবি, সরকারি নীতির ব্যর্থতা ও রপ্তানি নিষেধাজ্ঞার ফলে এই দরপতন ঘটেছে। মালওয়া অঞ্চলের কৃষকরা দাবি তুলেছেন, অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ঘোষণা করতে হবে পেঁয়াজের জন্য, নইলে বহু কৃষক চাষ ছেড়ে দিতে বাধ্য হবেন।
অনেক কৃষকই (Farmer) বলছেন, তাঁরা আর পেঁয়াজ বিক্রি করবেন না। কেউ কেউ পেঁয়াজ ফেলে দিচ্ছেন, কেউ আবার স্থানীয়দের মধ্যে বিনামূল্যে বিলি করছেন। তাঁদের বক্তব্য, “কমপক্ষে যাতায়াতের খরচটা তো বাঁচবে।”