মুকুল প্রসঙ্গে এবার টুইটার যুদ্ধ স্বপন-তথাগতর

মুকুল চলে যাওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তা নিয়ে তথাগতর বক্তব্য ছিল, ভোটের আগে বিজেপি-তে এসে দলের খুঁটিনাটি জেনে যে যার মতো ‘ঘরে’ ফিরে গিয়েছেন।

June 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুকুল-প্রস্থান নিয়ে টানাপড়েনের মধ্যেই দুই প্রবীণ নেতার মধ্যে মতানৈক্য বিজেপি-তে। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপি-তে আসা নেতাদের ‘ট্রয়ের ঘোড়া’ বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায় (Tathagata Roy)। কড়া ভাষায় তাঁর সেই মন্তব্যের সমালোচনা করলেন দলেরই সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তাঁর মতে, ভোটের সময় আন্তরিক ভাবে দলের জন্য খেটেছেন যাঁরা, তাঁদের সকলকে ‘ট্রয়ের ঘোড়া’ বলে দাগিয়ে দেওয়া অন্যায়। বরং প্রাচীন এবং নবীন, সকলকে নিয়েই দলকে এগোতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

তথাগতর মন্তব্যের প্রেক্ষিতে সোমবার টুইটারে লেখেন স্বপন। সরাসরি তথাগতর নাম না তুলে তিনি লিখেছেন, ‘বাংলায় ২০১৯-এর মে মাসের পর যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, তাঁদের সকলকে ট্রয়ের ঘোড়া হিসেবে দেখা অন্যায়। নবাগতদের অনেকেই অন্তরিক ভাবে ভোটে অংশ নিয়েছিলেন। কোনও পরিস্থিতিতেই তাঁদের অবাঞ্ছিত বোধ করানো উচিত নয়। রাজনীতি বাদ দেওয়ার খেলা নয়। খারাপ সময়ে পাশে থাকতে হয় এবং নতুন নেতা তৈরি করতে হয়।’

মুকুল চলে যাওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তা নিয়ে তথাগতর বক্তব্য ছিল, ভোটের আগে বিজেপি-তে এসে দলের খুঁটিনাটি জেনে যে যার মতো ‘ঘরে’ ফিরে গিয়েছেন। তাঁদের স্বার্থপরতায় বিজেপি-রই আদতে ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন তথাগত। কিন্তু স্বপনের বক্তব্য, ‘যাঁরা একটি দলকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মাধ্যম হিসেবে দেখেন, দরজা সর্বদা খোলাই রয়েছে। অন্য রাস্তা দেখতেই পারেন তাঁরা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen