কেবল ভোগ নয়, দীঘার জগন্নাথ মন্দিরে নামমাত্র খরচে মিলবে প্রাতঃরাশ থেকে নৈশভোজ

November 30, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০৭: জগন্নাথ মন্দির গড়ে ওঠার পর থেকেই সৈকত শহর দীঘা হয়ে উঠেছে তীর্থক্ষেত্রে। দিন দিন ভিড় বাড়ছে জগন্নাথ মন্দিরের। জনসমাগম বৃদ্ধির কথা মাথায় রেখে, ভক্তদের সুবিধার্থে নতুন পরিষেবা চালু করছে মন্দির কর্তৃপক্ষ। শুধু ভোগ নয়, এবার থেকে প্রাতঃরাশ থেকে নৈশভোজ– সবই মিলবে। তাও নামমাত্র খরচে।

হোটেলে বসে অর্ডার করলে তিনবেলার খাবার পৌঁছে দেবে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। হোটেলে বসে অর্ডার করলে প্রতি প্যাকেজে ১০ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে। প্রাতঃরাশে লুচি-সবজি বা খিচুড়ি মিলবে। এক প্লেট লুচি-সবজির দাম পড়বে ৫০ টাকা। খিচুড়ি ১০০ টাকা। তবে প্রাতঃরাশ নিতে হলে আগেরদিন রাত ৯টার মধ্যে অর্ডার দিতে হবে।

মধ্যাহ্নভোজে রয়েছে থাকছে দুটি প্যাকেজ। সাধারণ ও স্পেশাল। সাধারণ প্যাকেজে থাকবে অন্নভোগ সহ পাঁচ রকমের পদ। ডাল, সবজি, ভাজা, মিষ্টি থেকে নানান ধরনের পদ মিলবে। খরচ মাত্র ১০০ টাকা। স্পেশাল প্যাকেজের মধ্যে রয়েছে অন্ন ভোগ সহ আট রকমের পদ। ঘি পরোটা, পনির। স্পেশাল প্যাকেজের দর ১৫০ টাকা। নৈশভোজে দুপুরের মতোই দু’ধরনের প্যাকেজ থাকছে। সাধারণ প্যাকেজে অন্নভোগ সহ পাঁচ রকমের পদ। স্পেশাল প্যাকেজে অন্ন ভোগের সঙ্গে থাকবে আট রকমের পদ। রয়েছে জগন্নাথের মহাপ্রসাদের অংশও। যেদিন জগন্নাথদেবকে যা ভোগ দেওয়া হবে, তার অংশ মহাপ্রসাদ হিসেবে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। আবার মিষ্টির প্যাকেজও রয়েছে। তাতে থাকবে গজা, প্যাড়া, খাজা, লাড্ডু। দাম ৫০ থেকে ১০০ টাকা। যে কোনও সময়ে মিষ্টির প্যাকেজ অর্ডার করা যাবে। মন্দিরে এসেও মহাপ্রসাদ কিনে নিতে পারেন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen