#EXCLUSIVE Not Ramaiya Vastavaiya- মুক্তি পেতেই ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
ঠিক ১ টা ৫৯মিনিটে টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল গানটি।

নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি: একটি ছোট টিজার দিয়ে জানিয়েছিল খোদ শাহরুখ খান যে আজ Jawan- র নতুন গান Not Ramaiya Vastavaiya-র পুরো গানটি মুক্তি পাবে।
সকল শাহরুখ খান ফ্যানেরা অপেক্ষা করছিলেন গানটির। ঠিক ১ টা ৫৯মিনিটে টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় গানটি।
হিন্দি
তামিল
তেলেগু
এই গানটি কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। Not Ramaiya Vastavaiya গানটির গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, বিশাল দাদলানি ও শিল্পা রাও। এই গানে নাচতে দেখা যাচ্ছে সুপারস্টার শাহরুখ খানকে। নাচটি কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।
এই গানটি মুক্তি পেতেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু শাহরুখ খান ফ্যানেরা না, সাধারণ মানুষও পছন্দ করেছেন Not Ramaiya Vastavaiya।