গৃহ-শিক্ষকতা করলে খোয়াতে হবে চাকরি? বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের

দীর্ঘদিনের অভিযোগ, চাকরি করা সত্ত্বেও অনেকে শিক্ষকরাই গৃহ শিক্ষকতা করেন।

July 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিনের অভিযোগ, চাকরি করা সত্ত্বেও অনেকে শিক্ষকরাই গৃহ শিক্ষকতা করেন। এবার পদক্ষেপ করা হল। প্রাথমিক শিক্ষকরা আর ‘প্রাইভেট টিউশন’ করাতে পারবেন না। ‘প্রাইভেট টিউশন’ পড়ানোর পেলেই বাতিল করা হবে চাকরি। আগেও এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে, তারপরও ‘প্রাইভেট টিউশন’ থামানো যায়নি। এবার বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।

গৃহ শিক্ষক কল্যাণ সমিতি বারবার প্রতিবাদ জানিয়ে এসেছে। কোনও লাভ হয়নি। এবার নির্দেশিকা জারি হওয়ায় খুশি গৃহ শিক্ষকদের সংগঠন। গৃহ শিক্ষকদের সংগঠন বারবার বলে এসেছে, শিক্ষকরা গৃহ শিক্ষকতা করলে প্রকৃত গৃহ শিক্ষকদের সংসারে টান পড়ছে। সরকারি আইনও অমান্য করা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানের কথায়, সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিক স্কুলের যে শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন, তাঁদের পড়ানো বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen