এবার বাংলার বিধানসভায় মণিপুর, কী প্রস্তাব আনছে রাজ্যের শাসক দল?

শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বিধানসভায় প্রস্তাব আনা হবে।

July 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরে হিংসার ছবি দেখে উত্তাল গোটা দেশ। দিল্লিতে বাদল অধিবেশনও উত্তাল হয়েছে মণিপুরকে কেন্দ্র করে। এবার মণিপুর নিয়ে রাজ্যের বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হচ্ছে, এমনটাই জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বিধানসভায় প্রস্তাব আনা হবে। মণিপুরে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চলছে। তাঁরাও এ দেশেরই নাগরিক। মোদী সরকারের ভূমিকা দুর্ভাগ্যজনক। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। প্রধানমন্ত্রী দু-আড়াই মিনিটের জন্য মুখ খুলেছেন। অন্য বিষয়ে তিনি অতিসক্রিয়। নারী নির্যাতন যেকোনও ভারতীয়র কাছে লজ্জার।

প্রায় তিন মাস যাবৎ মণিপুর অশান্ত। জনজাতি সংঘর্ষে ১৬০ জনের প্রাণ গিয়েছে। সম্প্রতি সে’রাজ্যে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। গোটা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী ইন্ডিয়া জোট এ নিয়ে যথেষ্ট সরব। বিরোধীরা মণিপুর নিয়ে বারবার মোদীর বিবৃতি দাবি করেছে।

গত ১৯ ও ২০ জুলাই মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন, গণ সংগঠন, পাহাড় ও সমতলের বিভিন্ন জনজাতির সঙ্গে কথা বলেছেন তাঁরা। মণিপুরের রাজ্যপালের সঙ্গেও দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। এরপরই মণিপুর নিয়ে মোদী সরকারের ব্যর্থতায় নিন্দা প্রস্তাব আনতে উদ্যোগী রাজ্যের শাসক দল। মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen