এবার ট্রেনে বসেই বর্ধমান স্টেশন থেকে কেনা যাবে ভাল মানের সীতাভোগ আর মিহিদানা
বর্ধমান স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে খোলা হল মিষ্টির হাব।
July 15, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বর্ধমান স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে খোলা হল মিষ্টির হাব। সেখানে থাকবে বর্ধমানের সব নাম করা মিষ্টি ব্যবসায়িদের তৈরি সীতাভোগ ও মিহিদানা
মত নানান মিষ্টি।
পূর্ব রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান। রৰেন সেখানে বেশ খানিকক্ষণ দাঁড়ায়। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে সাধারণত এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। জি আই ট্যাগ পাওয়া বর্ধমানের সীতাভোগ খোঁজেন অনেক ট্রেনযাত্রীই। এতদিন সীতাভোগ বিক্রি হত স্টেশনের মধ্যে। ট্রেনে বসা যাত্রীদের পক্ষে কেনার উপায় ছিলোনা।প্লাটফর্মে দোকান হয়ে এবার সেই সমস্যার সমাধান হচ্ছে ।
এই মিষ্টিহাবে তিনটি মানের সীতাভোগ আর মিহিদানা থাকবে যার দাম হতে পারে যথাক্রমে ২০০ টাকা, ৩০০ টাকা এবং ৬০০ টাকা প্রতি কেজি।