সুগার, প্রেসারের ওষুধসহ ২৩টি ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দিল NPPA

সব মিলিয়ে প্রায় ২৩টির মতো ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

June 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে নাজেহাল আম জনতা, দোসর ওষুধও। প্রায়ই ওষুধের দাম মারাত্মক হারে বাড়ে। চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এবার প্রেসার, ব্লাড সুগারের মতো রোগসহ ব্যথা, অ্যান্টি-অ্যালার্জিক, মাল্টিভিটামিন সব মিলিয়ে প্রায় ২৩টির মতো ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

জানা গিয়েছে, এনপিপিএ-র বার্ষিক সভায় গত মে মাসে ওই ২৩টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মর্মে শুক্রবার গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে এনপিপিএ। বিজ্ঞপ্তিতে প্রতিটি ওষুধের ক্ষেত্রে একটি ট্যাবলেট বা এক মিলিলিটার পরিমাণের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে। গ্লিক্লাজাইড ইআরের মতো ডায়াবিটিসের ট্যাবলেটের দাম ১০ টাকা ৩ পয়সা, ব্যথার ওষুধ ট্রিপসিন, ব্রোমেলেন, রুটোসাইড ট্রাইহাইড্রেট এবং ডিক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেটের দাম ২০ টাকা ৫১ পয়সা, উচ্চ রক্তচাপের ওষুধ ক্লোরথালিডন, সিলনিডিপিনের একটি ট্যাবলেটের দাম ১৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। জরুরি ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগে খুশি আম জনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen