SIR আবহে NRC-র নোটিশ নদীয়ায়, আতঙ্কিত বাংলার মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৪৭: চূড়ান্ত পর্বে SIR-র প্রস্তুতি। এই আবহে আবারও NRC নোটিশ এলো নদীয়ায়। অসম থেকে আসা NRC-র নোটিশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বঙ্গে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝের পাড়ার সঞ্জু শেখ ও আরসাদ শেখের পরিবার সম্প্রতি নোটিশ হাতে পেয়েছে। তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা।
জানা গিয়েছে, ৩ অক্টোবর দু’জনেই একটি চিঠি পান। সম্পূর্ণ অসমিয়া ভাষায় লেখা ছিল চিঠিটি। চিঠির বিষয়বস্তু বুঝতে না-পারায় তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিকে তা দেখান। জানা যায়, চিঠিটি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত নোটিশ। প্রায় ১৫ বছর আগে সঞ্জু ও আরসাদ, পরিযায়ী শ্রমিক হিসেবে অসমে গিয়েছিলেন। মাস খানেকের মধ্যেই তাঁরা ফিরে আসেন। আর কখনও অসমে যাননি তাঁরা। এত বছর পর তাঁদের নামে নোটিশ আসায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের এবং পরিবারের।
প্রশ্ন উঠছে, কয়েকদিনের জন্য অসমে যাওয়া ব্যক্তিদের নাম NRC তালিকায় কীভাবে উঠল? তাঁদের নাম অসমের ভোটার বা বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হল কীভাবে? দুই পরিবার প্রশাসনিক সহায়তার জন্য অপেক্ষা করছেন।
এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ কার্যত ভয়ে কাঁটা। সূত্রের খবর, শীঘ্রই রাজ্যে শুরু হতে পারে SIR, তা ঘিরেও ছড়িয়েছে আতঙ্ক। এই আবহে NRC-র নোটিশ নতুন করে ভয় ধরিয়েছে। নাগরিকত্ব হারানোর ভয়ে দিকে দিকে বাংলার মানুষ কার্যত ভীত।