এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ল, ছাত্রীদের সংখ্যাও আগের বছরের তুলনায় বেশি

নারীশিক্ষার প্রসারে রাজ্য সরকারের নানা প্রকল্পের আশীর্বাদে শিক্ষায় মেয়েদের অন্তর্ভুক্তি এবং পরীক্ষায় অংশগ্রহণ বাড়ছে। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল অন্তত ৬২ হাজার। মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী এখনও নাম নথিভুক্ত করিয়েছে।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নারীশিক্ষার প্রসারে রাজ্য সরকারের নানা প্রকল্পের আশীর্বাদে শিক্ষায় মেয়েদের অন্তর্ভুক্তি এবং পরীক্ষায় অংশগ্রহণ বাড়ছে। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল অন্তত ৬২ হাজার। মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী এখনও নাম নথিভুক্ত করিয়েছে। তবে, আদালতের নির্দেশের পরে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যাআরও কিছু বাড়বে। সংখ্যাটি গতবছর ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। মোট ২,৬৮৩টি স্কুলে এবছর মাধ্যমিকের সিট পড়েছে। সোমবার সকাল বেলা পৌনে ১১টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। মোট ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র মাধ্যমিক দিচ্ছে। সেখানে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০।

মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রধান ভেন্যুর সংখ্যা ৯৮৬ থেকে কমিয়ে করা হয়েছে ৯৪৭। তবে, প্রশাসনিক সুবিধার্থে সাব-ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। টোকাটুকি রুখতে মালদহ জেলার দিকে বিশেষ নজর থাকছে। গতবছর প্রশ্নফাঁসের চেষ্টায় জড়িত থাকার জন্য এই জেলা থেকেই ৪০-৪২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাই এই জেলায় বাড়তি অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকবেন একজন। সাব-ভেন্যুগুলিতে ঘুরে ঘুরে নজর রাখবেন তিনি। প্রশ্নপত্র দেওয়ার পরে কোনও পড়ুয়ার কাছে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের মতো সামগ্রী পাওয়া গেলে তার পুরো পরীক্ষা বাতিল করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen