ছ’হাজারের দোরগোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত চার

বাংলায় ২৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম, ত্রিপুরাতে নতুন করে রোগ সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।

June 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
করোনার কারণে মানুষের গড় আয়ু ১.৬ বছর কমেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, বিকেল ৫টা: বেড়েই চলেছে করোনার দাপট। গোটা দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৬ হাজারের কাছাকাছি। কেরল, মহারাষ্ট্র ও দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। তিন রাজ্যেই সক্রিয় করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, গোটা দেশের রবিবার সকাল পর্যন্ত মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫,৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। গুজরাতে ১০২, দিল্লিতে ৭৩ এবং বাংলায় ২৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম, ত্রিপুরাতে নতুন করে রোগ সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, মারণ ক্ষমতা হারিয়েছে করোনা ভাইরাস। দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, করোনার নয়া স্ট্রেন আদপে ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট। সংক্রমণ বৃদ্ধির ফলে আশঙ্কা করা হচ্ছে, পুরনো কোভিড বিধি ফিরতে পারে দেশে। মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen