সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সেঞ্চুরি পার! কী বলছে শুমারির তথ্য?
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সেঞ্চুরি পার করে ফেলেছে। শুমারির তথ্য বলছে, ২০১০ সালে বাংলায় বাঘ ছিল ৭৪ টি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত দেড় দশকে ঋদ্ধ হয়েছে বাংলার জীববৈচিত্র্যের ভাণ্ডার। ২০২৫ সালের ব্যাঘ্র শুমারির রিপোর্টে অনুসারে, বাংলায় গত ১৫ বছরের বাঘের সংখ্যা বেড়েছে ২৮টি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সেঞ্চুরি পার করে ফেলেছে। শুমারির তথ্য বলছে, ২০১০ সালে বাংলায় বাঘ ছিল ৭৪ টি। ২০২৫ সালে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১০২-এ।
রাজ্যের বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, গণনায় বাংলায় যে ১০২ টি বাঘ ধরা পড়েছে তার মধ্যে সুন্দরবনেই ১০১টি। আরেকটি রয়েছে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে। ২০২১-২২ সালে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ১০০। উল্লেখ্য, ঝাড়খণ্ডের পালামৌ থেকে আসা জিনাতসঙ্গী রয়্যাল বেঙ্গল টাইগার এবারও গণনার আওতায় আনা হয়নি।
রাজ্যের বনবিভাগের মন্ত্রী বীরবাহা হাঁসদার মতে, জঙ্গল বেড়ে যাওয়ার কারণে বাংলায় বাঘের সংখ্যা বাড়ছে। ২০২৫-র ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২। বাঘের সংখ্যা বৃদ্ধি পরিবেশের জন্য অত্যন্ত ভাল খবর। পাশাপাশি এই পরিসংখ্যান বাদাবনের পর্যটকদের আরও আকর্ষণ বাড়াবে।