যাবতীয় গুঞ্জনে জল ঢেলে এই প্রথম একসঙ্গে ছবি দিলেন ‘যশরত’

নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্মদিন পালন করতে গিয়েছিলেন নুসরত এবং তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত। সেখানে তোলা একটি নিজস্বী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন যশ।

October 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঈশানের মা এবং বাবা প্রথম বার একসঙ্গে ছবি দিলেন ইনস্টাগ্রামে। নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্মদিন পালন করতে গিয়েছিলেন নুসরত এবং তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত। সেখানে তোলা একটি নিজস্বী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন যশ।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন ‘যশরত’। প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দু’জনে দু’পাশ থেকে তাঁকে জড়িয়ে ধরেছেন। নিজস্বী তোলার দায়িত্ব পালন করে‌ছেন ঈশান-জনক।

‘যশরত’-এর ইনস্টাগ্রাম স্টোরি
‘যশরত’-এর ইনস্টাগ্রাম স্টোরি

যশ এই ছবিটি স্টোরিতে দেওয়ার পর নুসরত সেটিকে শেয়ার করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য কাজে ফিরেছেন ঈশান-জননী। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ-র আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান সাংসদ-তারকা। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কেটেছেন তিনি। মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত বলেন, ‘‘আমার পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানকার মানুষজনও আমার পরিবার। মা হওয়ার পর ছ’সপ্তাহও বিশ্রাম নিইনি। তার আগেই কাজে বেরিয়েছি। তবে আমার গোটা টিম এখানে (বসিরহাটে) কাজ করেছে। এখানে আমার আসার থেকেও মানুষের কাজ হওয়াটা বেশি জরুরি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen