খুনের হুমকি নুসরতকে! বাড়তি নিরাপত্তা চাইলেন কেন্দ্রের কাছে

তবে সেইসব কিছুকে কোনওদিন পরোয়া করেন না নুসরত। কারণ তিনি বিশ্বাস করেন ‘ধর্ম যার যার, তবে উত্সব সবার’।

October 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবারও মৌলবাদীদের নিশানায় অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।এবার প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে নুসরতকে। যদিও কট্টরপন্থীদের নিশানায় আগেও বহুবার পড়েছেন নায়িকা। তাঁর নামে ফতেয়াও জারি করা হয়েছে। তবে সেইসব কিছুকে কোনওদিন পরোয়া করেন না নুসরত। কারণ তিনি বিশ্বাস করেন ‘ধর্ম যার যার, তবে উত্সব সবার’। 

বিতর্কের সূত্রপাত্র মহালয়া  উপলক্ষ্যে নুসরতের এক ফটোশ্যুট ঘিরে। যেখানে দূর্গার বেশে ধরা দেন অভিনেত্রী। মাতৃপক্ষের সূচনায় ত্রিশূল হাতে দেখা যায় নুসরত জাহানকে। এর জেরেই এখন আর শুধু নেটিজেনদের ট্রোলিং বা বুলিং নয় খুনের হুমকি মিলছে। তাই বিদেশে শ্যুটিংয়ের সময়বাড়তি নিরাপত্তা চেয়ে কেন্দ্রের কাছে আর্জি জানালেন বসিরহাটের সাংসদ।

আপতত লন্ডনে রয়েছেন নুসরত। দু-দিন আগেই স্বস্তিক সংকেত ছবির শ্যুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছেন অভিনেত্রী। প্রাণনাশের হুমকি মেলায় বিষয়টিকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারকেও জানিয়েছেন তিনি। এরপরই বিদেশমন্ত্রকের তরফে ফোন যায় ব্রিটেনে ভারতীয় হাই কমিশনে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়চড়ে বসেছে তাঁরা। নুসরত নিয়েও ব্রিটেনের ভারতীয় হাই কমিশনার গায়িত্রী ইসসর কুমারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

মুসলিম হয়েও কেন দূর্গার সাজে নুসরত ফটোশ্যুট করেছেন এবং মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন তা নিয়েই নেটিজেনদের একাংশ লাগাতার ট্রোল করেছেন নুসরতকে। তাঁর মৃত্যু কামনা পর্যন্ত করতে দেখা গিয়েছে। অনেকেই আবার অশ্লীল ভাষায় নুসরতকে হুমকি দিয়েছেন। একজন সরাসরি লেখেন-‘তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাকে ভয় করো। নিজের শরীর ঢেকে রাখতে পারো না? ছিঃ ছিঃ।’

এর আগে সংসদে শাঁখা-সিঁদুর পরে শপথ নিতে হাজির হওয়ায় কিংবা দূর্গাপুজো শেষে দশমী সিঁদুর খেলায় অংশ নেওয়াতেও কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়েছে নুসরত জাহানকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen