শেষ চারে যাওয়ার জন্য আজ শ্রীলঙ্কাকে হারাতেই হবে কিউইদের

পয়েন্টের নিরিখে তারা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। শেষ চারে যাওয়া নিশ্চিত করতে তাদের আজকের ম্যাচটি জিততেই হবে।

November 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেট বিশ্বকাপের ৪১তম ম্যাচে আজ নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

চলতি বিশ্বকাপে টানা চার পরাজয়ের পর আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। তার আগে চারটি ম্যাচ জিতেছে তারা। পয়েন্টের নিরিখে তারা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। শেষ চারে যাওয়া নিশ্চিত করতে তাদের আজকের ম্যাচটি জিততেই হবে।

অন্যদিকে শ্রীলঙ্কা তাদের শেষ তিনটি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান, ভারত ও বাংলাদেশের কাছে হেরেছে। আগের ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের কাছে পরাজয়ের পর এই বিশ্বকাপ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। তারা আজকের ম্যাচটি জিতে নিজেদের সম্মান রক্ষ করতে চাইবে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা :

পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুশমন্থা চামেরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen