আজ CJI পদে বিচারপতি সূর্য কান্তের শপথগ্রহণ, জানেন তাঁর জীবন সফরের কাহিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫০: আজ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice of India) পদে শপথ নেবেন তিনি। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিচারপতি সূর্য কান্ত ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের প্রধান বিচারপতির পদে থাকবেন। তাঁর অবসরের পরে দেশের প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি বিক্রম নাথের।
বিচারপতি কান্তের জন্ম ১৯৬২ সালে। হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। ১৯৮৪ সালে আইনজীবী হিসাবে শুরু হয় তাঁর কর্মজীবন। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে প্র্যাকটিস করার জন্য চণ্ডীগড় চলে গিয়েছিলেন তিনি। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন তিনি।
২০০৪ সালে তাঁকে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। এরপর হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতির পদ সামলেছেন তিনি। ২০১৯ সালের ২৪ মে তিনি সুপ্রিম কোর্টে যোগ দেন। ২০২৪ সালের নভেম্বর থেকে দেশের শীর্ষ আদালতের লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গবই বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেন এবং তাঁর পর বিচারপতি কান্তকে প্রধান বিচারপতির পদে নিয়োগ করেন।