OBC তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই, বিধানসভায় স্পষ্ট করলেন মমতা

June 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:২২: শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। দ্বিতীয় দিনে ওবিসি সংরক্ষণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ধর্ম নয়, আর্থিক পরিস্থিতির ভিত্তিতেই সংরক্ষণ করা হচ্ছে। যাঁরা দাবি করছেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তাঁরা বিভ্রান্ত করছেন। সম্পূর্ণ ভুল কথা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সমীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে রাজ্যে ১৪০টি ক্যাটাগরি রয়েছে। যার মধ্যে ৪৯ ওবিসি-এ, ৯১ ওবিসি-বি। আর‌ও ৫০ টি ক্যাটাগরির জন্য সমীক্ষার কাজ চলছে। সিপিএমের আমলে কোনও সমীক্ষা করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে।”

মমতা বলেন, “ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দেয়। বেশ কিছু ওবিসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাংলার চাকরিপ্রার্থীরা বিপদে পড়েন। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছি। সেই মামলা বিচারাধীন রয়েছে।”

মুখ্যমন্ত্রীর দাবি মানতে চায়নি বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের শাসকদলের রাজনীতির কারণে প্রকৃত ওবিসি সম্প্রদায়ভুক্তেরা বঞ্চিত হচ্ছেন। বিজেপি বিধায়কেরা ওয়াক আউট করেন। কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২ জুন রাজ্যের ওবিসি (অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আইনি জটিলতা দূর করতে আগে থাকা ৬৬টি জাতির সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে এবং নতুন করে ৭৬টি জাতি সংযোজিত হয়েছে। এখন রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা ১৪০।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen