সিরিজে হাইজ্যাকারদের নামে আপত্তি! Netflix-র কনটেন্ট হেডকে তলব কেন্দ্রের

হাইজ্যাকারদের নাম ছিল ইব্রাহিম আথার, শাহিদ আখতার সায়েদ, সানি আহমেদ কাজি, মিস্ত্রি জাহুর ইব্রাহিম, শাকির।

September 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেটফ্লিক্সে সদ্যই মুক্তি পেয়েছে আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক নামের একটি সিরিজ। সিরিজ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ, সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিরিজে বাস্তবের হাইজ্যাকারদের নাম পরিবর্তন করে দেখানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওটিটি প্ল্যাটফর্মের থেকে জবাব চেয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ, মঙ্গলবার সংশ্লিষ্ট সংস্থার ভারতীয় কনটেন্ট হেডকে জবাব দিতে বলেছে।

হাইজ্যাকারদের নাম ছিল ইব্রাহিম আথার, শাহিদ আখতার সায়েদ, সানি আহমেদ কাজি, মিস্ত্রি জাহুর ইব্রাহিম, শাকির। সিরিজে ব্যবহৃত হয়েছে, শঙ্কর, ভোলা, চিফ, ডাক্তার, বার্গার ইত্যাদি নাম। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য যেমন বলেছেন, বাস্তবে হাইজ্যাকাররা ইসলাম ধর্মাবলম্বী। তাদের হিন্দু নামাঙ্কিত করা হয়েছে সিরিজে। ভবিষ্যতে মানুষ ভাববেন হিন্দুরাই এ কাজে যুক্ত ছিলেন। পরিচালক অনুভব সিনহা এক সাক্ষাৎকারে জানান, সিরিজটি যথেষ্ট গবেষণা করে তৈরি করা। প্রত্যেক হাইজ্যাকার নিজেদেরকে ‘কোড নেম’ ধরে ডাকত। সেই ছদ্ম নাম-ই ব্যবহৃত হয়েছে সিরিজে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen