কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে অশ্লীল ভিডিও! হ্যাকিংয়ের কবলে আদালত?

বিভিন্ন মামলার যেমন সরাসরি সম্প্রচার হয় তেমন সোমবারও চলছিল সরাসরি সম্প্রচার কলকাতা হাই কোর্টে।

October 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিভিন্ন মামলার যেমন সরাসরি সম্প্রচার হয় তেমন সোমবারও চলছিল সরাসরি সম্প্রচার কলকাতা হাই কোর্টে। সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎই তাল কাটল একটি ঘটনায়।

হাইকোর্ট সূত্রে খবর, ঘটনার সময় আদালতের দৃষ্টি আকর্ষণ পর্ব চলছিল৷ ঠিক তখনই ইউটিউব চ্যানেলে ভেসে ওঠে অশ্লীল ভিডিও। বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাস থেকে লাইভ স্ট্রিমিংয়ের সময় আচমকাই এক ব্যক্তির অশ্লীল ছবি দেখা যায়৷ সেই সময়েই সরাসরি সম্প্রচার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিভাবে এবং কেন এই ঘটনা ঘটে গেল স্তম্ভিত এজলাসের সকলে।

আদালত সূত্রে জানানো হয়েছে ইউটিউবে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাকে ইতিমধ্যে বিষয়টি অবগত করা হয়েছে এবং অভিযোগ জানানো হয়েছে হেয়ার স্ট্রিট থানাতেও। আদালতের কার্যবিবরণী থেকে ওই অংশটি বাদ দেয় কলকাতা হাইকোর্টের তথ্যপ্রযুক্তি বিভাগ।

হাইকোর্ট সূত্রে খবর, সকালে ১০-১৫ সেকেন্ডের জন্য লাইভ স্ট্রিমিংয়ের সময় এই বিপত্তি ঘটে৷ তবে দিনভর ৬ ঘন্টা ৪২ মিনিট লাইভ স্ট্রিমিংয়ে কোনও সমস্যা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen