OCI Card: ওসিআই কার্ড বাতিল! কারা হারাবেন সুবিধা?
যারা ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরুদ্ধে কাজ করেছেন বলে প্রমাণিত, তারা আর এই সুবিধা পাবেন না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৯: বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin) ব্যক্তিদের দেওয়া ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড এখন গুরুতর অপরাধের দায়ে বাতিল হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি কোনো ওসিআই ধারক দুই বছর বা তার বেশি দিন জেলের সাজা পান, অথবা সাত বছর বা তার বেশি সাজাযোগ্য অপরাধের অভিযোগে চার্জশিটে (charge sheet) নাম আসে, তাহলে তার ওসিআই কার্ড বাতিল করা হবে।
ওসিআই (OCI) কার্ড ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের (foreign nationals) ভারতে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দেয়। ২০০৫ সালের অগাষ্টে চালু হওয়া এই স্কিমে ২৬শে জানুয়ারি ১৯৫০ বা তার পরে ভারতীয় নাগরিক ছিলেন, অথবা সেদিন নাগরিক হওয়ার যোগ্য ছিলেন, এমন সব ব্যক্তিরাই আবেদন করতে পারেন। তবে পাকিস্তান, বাংলাদেশ বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন না।
যাদের দুই বছর বা বেশি জেলের সাজা হয়েছে, যাদের বিরুদ্ধে সাত বছর বা বেশি সাজাযোগ্য অপরাধের চার্জশিট জমা পড়েছে, এবং যারা ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরুদ্ধে কাজ করেছেন বলে প্রমাণিত, তারা আর এই সুবিধা পাবেন না।
যদি কোনো ওসিআই ধারক এই শর্তগুলোর কোনোটি ভঙ্গ করেন, তাহলে ভারত সরকার তার কার্ড বাতিল (cancellation) করতে পারবে। এছাড়া, ভুয়ো কাগজপত্র জমা দিলে বা গুরুতর ফৌজদারি মামলায় (criminal case) জড়িত হলে ওসিআই মর্যাদা কেড়ে নেওয়া হতে পারে।