‘বেটি বাঁচাও’র মুখোশ খুলে গেল? বিজেপিকে নিশানা শশী পাঁজার
পরিবারের দাবি, ওই কিশোরী একটি বন্ধুর বাড়িতে বই দিয়ে ফেরার পথে হঠাৎ তিন অজ্ঞাতপরিচয় যুবক রাস্তা আটকে দাঁড়ায়। কিছু সময় বাদানুবাদ চলার পরই তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২০: ওড়িশার নীমপড়া এলাকায় ১৫ বছরের এক ছাত্রীকে রাস্তার মাঝখানে পেট্রোল ঢেলে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারার চেষ্টা ঘিরে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটে যাওয়া এই নারকীয় ঘটনায় গোটা রাজ্য শোকাহত ও ক্ষুব্ধ। পরিবারের দাবি, ওই কিশোরী একটি বন্ধুর বাড়িতে বই দিয়ে ফেরার পথে হঠাৎ তিন অজ্ঞাতপরিচয় যুবক রাস্তা আটকে দাঁড়ায়। কিছু সময় বাদানুবাদ চলার পরই তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, এমনকি অভিযুক্তদের পরিচয়ও জানা যায়নি। উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
এই ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন পশ্চিমবঙ্গের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)বলেন, ‘‘ওড়িশার রাজপথে পেট্রোল ঢেলে এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিজেপির শাসিত রাজ্যে এই চিত্রই স্পষ্ট করে যে, এখানে মেয়েদের কোনও সুরক্ষা নেই। যারা ‘বেটি বাঁচাও’ বলে ভোট চায়, তারা নিজের রাজ্যেই ব্যর্থ। জাতীয় মহিলা কমিশনেরও মুখে কুলুপ। মানুষ এর জবাব দেবে।’’
ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে এবং আইনের মাধ্যমে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, ছাত্রীটির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। খুব শীঘ্রই তিনি ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যাবেন বলেও আশ্বাস দেন।