বার্লিনে বিশ্ব তিরন্দাজি জোড়া বিশ্বজয়, ছেলেদের বিভাগে জিতলেন ওজাস
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ডের খেলোয়াড়কে ১৫০-১৪৯ পয়েন্টে হারিয়ে জিতেছেন ওজাস দেওতালে।
August 5, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একই দিনে দু-দুবার বিশ্বজয়। বার্লিনে বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় মেয়েদের তিরন্দাজিতে অদিতি গোপীচন্দের জয়ের পর ছেলেদের কম্পাউন্ড বিভাগেও ফাইনালে ভারতের ওজাস দেওতালে পোলান্ডের লুকাস প্রিবিলিস্কিকে হারিয়ে জয়ী হলেন। ফাইনালে নিখুঁত ১৫০ পয়েন্ট স্কোর করেছেন তিনি।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ডের খেলোয়াড়কে ১৫০-১৪৯ পয়েন্টে হারিয়ে জিতেছেন ওজাস দেওতালে।