আবারও সোনা জয় সোনার ছেলে নীরজের
ফিনল্যান্ডে কুয়োরটন গেমসে ৮৬.৬৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জিতলেন নীরজ চোপড়া।
June 18, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আবারও সোনা জয় সোনার ছেলে নীরজ চোপড়ার। ফের সোনা জিতলেন। ফিনল্যান্ডে কুয়োরটন গেমসে ৮৬.৬৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জিতলেন নীরজ চোপড়া।
এর পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা অধরাই থেকে গিয়েছিল ২৪ বছর বয়সি ভারতীয় তারকার। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ফিনল্যান্ডে এ বার সোনা জিতে সেই আক্ষেপ মিটল।