নেটপাড়ায় ভাইরাল Omit Shah-এর মার্কশিট! কত নম্বর পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

একশোয় চারশো পেলেন অমিত শাহ!

April 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একশোয় চারশো পেলেন অমিত শাহ! খানিকটা অবাক শোনালেও এটাই হয়েছে। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রগতিপত্র। বুধবার বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন অমিত শাহ। বালুরঘাটকে বেলুরঘাট বলে প্রথমেই ট্রোল হয়েছেন তিনি তারপর তাঁর মার্কশিট প্রকাশ করে তৃণমূল।

সমাজ মাধ্যমে তৃণমূলের অফিসিয়াল পেজ তরফে লেখা হয়, ‘যখন বাংলা বলছে #JawabDo, Omit Shah পরীক্ষায় তাঁর উত্তর লিখতে ব্যস্ত।
দেখা যাক, তিনি কতটা ভালো উত্তর দিলেন 🧐।’ ভাইরাল হওয়া মার্কশিটে দেখা যাচ্ছে, পূর্ণ নম্বর ১০০, অমিত শাহের প্রাপ্ত নম্বর ৪০০। মন্তব্য করা হয়েছে, চারশো পার হয়ে গিয়েছে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen