নেতাজির জন্মবার্ষিকী উদযাপনে ব্রাত্য নেতাজি ভবন! – প্রশ্নের মুখে মোদীর সফরসূচী

সেই মহানিষ্ক্রমণের ঐতিহাসিক স্মারককে বাদ দিয়েই প্রধানমন্ত্রীর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সূচনা বুধবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

January 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এ যেন মগের মুলুক! কলকাতায় সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কিন্তু ২৩ জানুয়ারির সেই কর্মসূচীতে ব্রাত্য কিনা খোদ নেতাজি ভবন! হ্যাঁ, ওই দিন শহরে তাঁর সফরসূচীতে ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নানা অনুষ্ঠান থাকলেও বাদ পড়েছে এলগিন রোডের নেতাজি ভবন, যা এখন নেতাজি রিসার্চ ব্যুরো। ১৯৪১ সালে ১৭ জানুয়ারি রাত দেড়টা নাগাদ এলগিন রোডের ওই বাড়ি থেকেই ছদ্মবেশে ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন সুভাষচন্দ্র (Netaji Subhas Chandra Bose)। সেই মহানিষ্ক্রমণের ঐতিহাসিক স্মারককে বাদ দিয়েই প্রধানমন্ত্রীর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সূচনা বুধবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, নেতাজি রিসার্চ ব্যুরোতে নানা সময়ে এসেছেন জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এইচডি দেবগৌড়া, আইকে গুজরাল, মনমোহন সিংরা। এক কথায়, ভারতের প্রায় সব প্রধানমন্ত্রীই এলগিন রোডের বাড়িটিতে নেতাজিকে নিয়ে নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এসেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামও। এসেছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিদেশি রাষ্ট্রনায়কেরাও। এ পর্যন্ত নেতাজিকে কেন্দ্র করে কলকাতায় (Kolkata) সব অনুষ্ঠানেরই ভরকেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে এলগিন রোডের ভবনটি। কেন নেতাজি রিসার্চ ব্যুরোকে এড়ানো হল? এই ব্যাপারে অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বক্তব্য পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen