UP Minister AK Sharma: বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ করতেই যোগী-মন্ত্রীর মুখে “জয় শ্রীরাম”

ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার সুরাপুর এলাকার বিঝেথুয়া হনুমান ধামে (Bijethua Hanuman Dham)। সেখানেই যোগী আদিত্যনাথের মন্ত্রী জনসংযোগে (public interaction) যান

July 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিদ্যুৎমন্ত্রী অরবিন্দ কুমার শর্মা (Arvind Kumar Sharma) যখন সে রাজ্যের সুলতানপুর (Sultanpur) জেলায় পৌঁছন, তখন বিদ্যুৎ বিভ্রাট (power outage) নিয়ে অভিযোগ করেন বাসিন্দারা। অতঃপর স্থানীয় মানুষের সঙ্গে তাঁর অদ্ভুত আচরণের একটি ভিডিও ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (social media)।

ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার সুরাপুর এলাকার বিঝেথুয়া হনুমান ধামে (Bijethua Hanuman Dham)। সেখানেই যোগী আদিত্যনাথের মন্ত্রী জনসংযোগে (public interaction) যান, আর তখনই স্থানীয় বহু মানুষ তাঁদের এলাকা জুড়ে বিদ্যুৎ না থাকার সমস্যার কথা তুলে ধরেন।

তবে আশ্চর্যজনকভাবে মন্ত্রী অরবিন্দ শর্মা তাঁদের অনুরোধের প্রতি কোনও সহানুভূতি দেখাননি। বরং, তিনি কোনও কথার উত্তর না দিয়ে জোর হাত করে জপ শুরু করেন – “জয় শ্রীরাম, জয় বজরংবলী”। তারপর কোনও প্রতিক্রিয়া না জানিয়ে নিজের গাড়িতে উঠে বেরিয়ে যান।

এই ঘটনাটি ধরা পড়ে মোবাইল ক্যামেরায় এবং খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাঁকে ‘সংবেদনহীন’ (insensitive) এবং ‘জনগণের সমস্যার প্রতি উদাসীন’ (neglecting people’s concerns) বলে সমালোচনা করেছেন।

নাগরিকদের অভিযোগ অনুযায়ী, এলাকাজুড়ে দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের খোদ বিদ্যুৎ মন্ত্রী যখন এই সমস্যাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বা ধর্মীয় স্লোগানে উত্তর দেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen