সোমবার শালবনীতে গিয়ে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার আমি ও মুখ্যসচিব মনোজ পন্থ গিয়ে এটার শিলান্যাস করব। জিন্দল সাহেবও থাকবেন, ওঁর ছেলেও থাকবেন।’

April 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার শালবনীতে গিয়ে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে। এর মধ্যে শালবনীতে ১৬০০ মেগাওয়াট থার্মাল পাওয়ারপ্ল্যান্ট তৈরি হবে। জিন্দলরা খরচ করছেন ১৬ হাজার কোটি টাকার উপরে। কমপিটিটিভ বিডিংয়ের মাধ্যমে ওঁরা এই প্রোজেক্টের বরাত পেয়েছেন। পূর্বভারতে এমন প্রোজেক্ট আর নেই। আগামী সোমবার আমি ও মুখ্যসচিব মনোজ পন্থ গিয়ে এটার শিলান্যাস করব। জিন্দল সাহেবও থাকবেন, ওঁর ছেলেও থাকবেন।’

এর পরে ২২ তারিখে গড়বেতার গোয়ালতোড়ে গিয়ে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একটি জার্মান কোম্পানির সহায়তায়, ৭৫৭ কোটি টাকার এই গ্রিন প্রোজেক্ট হচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, সাগরদিঘি থেকে শুরু করে দুর্গাপুর, বক্রেশ্বর থেকে শুরু করে সান্তালডি– অজস্র মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে রাজ্যজুড়ে। এর ফলে আগামী দিনে অর্থনীতি অনেক মজবুত হবে, অনেক কর্ম সংস্থান হবে বলেও জানান তিনি।

পাশাপাশি মমতা দাবি করেন এই সরকারের আমলে বাংলার মানুষ ‘লোডশেডিং’ শব্দটা ভুলেই গেছে। নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই করতে সরকারেরও অনেক খরচ হয় বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, আগামী প্রজন্ম যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে যেন কোনও সমস্যায় না পড়ে, সেটাই তাঁর লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen