উপনির্বাচনের প্রাক্কালে দলের কর্মীদের কী নিদান দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী?

বাড়িতে বাড়িতে প্রার্থী প্রচারে যাওয়ায় খুশি এলাকাবাসী।

November 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নির্বাচনী প্রচারে আগামী সাতদিন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নিদান দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সোমবার, শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বাইক র‍্যালির মাধ্যমে প্রচার চলে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না জানতে চান প্রার্থী। কর্মীদের পুরো দমে ভোটে ঝাঁপানোর নিদান দেন তিনি।

বাড়িতে বাড়িতে প্রার্থী প্রচারে যাওয়ায় খুশি এলাকাবাসী। প্রচার চলাকালীন প্রার্থীর সঙ্গে ছবিও তুলছেন তাঁরা। তৃণমূল প্রার্থী বলেন, “সমস্ত কর্মীকে একজোট হয়ে প্রচারে নামতে হবে। সাতদিন সময় আছে। এই ক’টা দিন ভোটের ময়দানে কর্মী-সমর্থকদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি না। আমি বাড়ি বাড়ি যাচ্ছি আশীর্বাদ নিতে। মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই প্রতিটা এলাকার মানুষ শান্তিতে রয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব রাখলে চলবে না। ভোটের ময়দানে একসঙ্গে লড়াই করাই আমাদের প্রধান কাজ।”

শালবনী ব্লকের বাঁকিবাঁধ এলাকায় কয়েক বছর আগেও বিজেপির প্রভাব ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় পিছিয়ে পড়ে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচনে ফের পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির। নান্দড়িয়া, জুয়ালভাঙা-সহ বেশকিছু এলাকায় এখনও বিজেপির প্রভাব বেশি। সেই সমস্ত এলাকায় গিয়ে প্রচারে ঝড় তোলেন তৃণমূল প্রার্থী।

তৃণমূল কর্মীদের বক্তব্য, সকলে একসঙ্গে কাজ করলে রেকর্ড মার্জিনে জিতবে তৃণমূল। সমস্ত এলাকার মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অনেকেই বিরোধিতা ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। জয় নিয়ে আশাবাদী তৃণমূল নেতা-কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen