পয়লা বৈশাখে নিজের লেখা ও সুরারোপিত গানে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ পয়লা বৈশাখ, নতুন বছরের শুভারম্ভ।

April 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পয়লা বৈশাখ, নতুন বছরের শুভারম্ভ। নিজের লেখা ও সুর করা গানে রাজ্যবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস-ও পালন করা হয়। সমাজ মাধ্যমে রাজ্য দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দিবস-র শুভেচ্ছাবার্তায় সদ্যপ্রয়াত সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে তিনি লিখেছেন, ‘আমি বাংলায় গান গাই’। তাঁর শুভকামনা, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আরও বিস্তৃত হোক, রাজ্যবাসীর মাঝে আরও দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন।

সমাজ মাধ্যমে মমতা লেখেন,
“বৈশাখ মাসে এলো নববর্ষ
নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’

নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। আমার কথা ও সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’। সকলকে জানাই শুভ নববর্ষের শুভনন্দন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।”

‘আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে’, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সকলকে ভালো রাখার, সকলকে নিয়ে ভালো থাকার বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা গানে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen