নতুন বছরের প্রথম দিনে ঢল নামল তারাপীঠ, মন্দিরের নয়া নিয়ম নিয়ে কী মত পুণ্যার্থীদের?

মন্দিরের প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষীদের কাছে মোবাইল জমা রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। নতুন নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ।

January 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইংরেজি নববর্ষের প্রথম দিনে দর্শনার্থীদের ঢল নামল তারাপীঠ মন্দিরে। বুধবার ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকে বহু মানুষ আসেন পুজো দিতে।

নববর্ষের প্রথম দিনে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ভক্তের সমাগম ঘটল তারাপীঠ মন্দির চত্বরে। ভোর বেলায় মাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। মঙ্গল আরতির পরে শুরু হয় মায়ের পুজো। পাঁচ রকম সবজি, পাঁচ রকম মিষ্টি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, মাছের মাথা, শোল মাছ পোড়া এবং কারণ-সহযোগে ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যা আরতির পর মাকে ফের বিশেষ ভোগ নিবেদন করা হয়। তাতে ছিল লুচি, সুজি, মিষ্টি, পায়েস।

মন্দিরে আসা পুণ্যার্থীদের মতে, নতুন নিয়ম চালু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে তাঁদের। পুজো দিতে গিয়ে অনেকটা কম সময় লাগছে এখন। পর্যটকদের মতে, ব্যবস্থাপনা আগের থেকে অনেক ভাল হয়েছে। মা তারার মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল আগেই। পৌষ মাসের প্রথম দিন থেকে মন্দিরেও মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। মন্দিরের প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষীদের কাছে মোবাইল জমা রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। নতুন নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ। জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মন্দির কমিটি।

প্রসঙ্গত, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সেবাইতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন, মন্দির নির্দিষ্ট সময় খুলতে ও বন্ধ করতে হবে। মা তারার মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক। পুজোর জন্য মাত্র দু’টি লাইন রাখা হবে, একটি সাধারণ লাইন, একটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে, তারপর বিশেষ লাইন চালু হবে। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen