শিবরাত্রি উপলক্ষে ফুল-ফলের বাজার চড়া, হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত

শহরের বিভিন্ন খুচরো বাজারে ছোট আকারের আকন্দের মালা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়।

February 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিবরাত্রি উপলক্ষে বেল, আকন্দ, ধুতরো (কাঁটা) ফল, ধুতরো ফুলের চাহিদা থাকে তুঙ্গে। মঙ্গলবার থেকেই ফুলের বাজার রীতিমতো চড়া। শহরের বিভিন্ন খুচরো বাজারে ছোট আকারের আকন্দের মালা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। ধুতরো ও কাঁটা ফলের দাম দশ টাকা। অপরাজিতার বড় আকারের মালা ৬০‑৮০ টাকা। বড় গাঁদার মালা একটির দাম ৩০ থেকে ৪০। ছোট গাঁদার মালা ১০ থেকে ১৫ টাকা দাম। রজনীগন্ধার বড় মালা ৬০ থেকে ৮০ টাকায় বিকিয়েছে। ২০ থেকে ২৫ টাকা বেল পাতা ও কুচো ফুল।

মাঝারি মাপের বেলের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। একটি বেল পাতার দাম দু’টাকা। বড় আকারের বেল ৩৫ থেকে ৪০ টাকা। তবে আপেল, জামরুল সহ কয়েকটি ফল বাদ দিয়ে অন্যান্য ফলের দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ছিল। শশা ৪০ থেকে ৫০ টাকা, শাঁকালু ৬০ থেকে ৭০, পেয়ারা ৮০‑১০০ টাকা, কাঁঠালি কলা পাঁচ টাকা, নারকেল কুল ৮০‑১০০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া শিবরাত্রি ব্রত ঘিরে বিভিন্ন শিবমন্দিরে পুজো, হোম প্রভৃতি অনুষ্ঠিত হয়। কোথাও শিব ও হরগৌরীর পুজোও হয়। মঙ্গলবার শহরের দশকর্মা দোকানগুলিতেও ছিল পুজোর জিনিসপত্র কেনার ভিড়। অনেক পুজোয় খিচুড়ি ভোগের আয়োজন। ফলে মুদির দোকান ও সব্জির দোকানেও ছিল অন্য দিনের তুলনায় বেশি ভিড়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen