মুখ্যমন্ত্রীত্বের দশ বছর, আরও কাজ করার অঙ্গীকার মমতার
তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং প্রতি নির্বাচনেই নতুন নতুন রেকর্ড করে এখন তিনি তৃতীয়বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের দিনটিতেই আজ থেকে ঠিক দশ বছর আগে প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ৩৪ বছরের বাম দুর্গের শক্ত দেওয়াল। বাংলার মানুষকে বদলা নয় বদলের কথা শুনিয়েছিলেন। তারপর কেটে গেছে দশ দশটা বছর। তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং প্রতি নির্বাচনেই নতুন নতুন রেকর্ড করে এখন তিনি তৃতীয়বারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের দিনে শপথ নেওয়ার সেই বিরল মুহূর্তের স্মৃতিচারণায় নিজেও মজেছেন মুখ্যমন্ত্রী। টুইট করে জানিয়েছেন সে কথা। লিখেছেন, ‘আজকের দিনেই দশবছর আগে আমি পশ্চিমবঙ্গবাসীর সেবার উদ্দেশ্যে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। আমরা রাজ্যের উন্নয়নের জন্যে নতুন পথে হেটেছিলাম। সব সময় আমার ওপর আস্থা রাখার জন্যে আমি মা মাটি মানুষের কাছে কৃতজ্ঞ। আমি বাংলাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার শপথ নিচ্ছি।’
সাতের দশক থেকে রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। রেল সহ কেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করা মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। ‘দিদি’ নামে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহজ সরল জীবনযাপনের জন্যও পরিচিত। ছাত্র নেত্রী, বিরোধী নেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী। এ যেন এক সাত সমুদ্র যাত্রা।
কিন্তু কালীঘাটের ওই ছোট্ট টালির ছাদের বাড়ি থেকে নবান্নে পৌঁছতে লেগে গেছে প্রায় ৪০ টি বছর। নেতা, মন্ত্রী, আমলা সবাই দিনের শেষে হাঁপিয়ে ওঠেন। কিন্তু একজন যিনি কখনো ক্লান্ত হন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশ বছরে কখনো ক্লান্ত হন নি তিনি। আজ সেই ক্লান্তিহীনতার দশ বছর।