বুধবার দেশ জুড়ে অসামরিক মহড়া, হবে পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায়ও
দেশের সব রাজ্যকে পাঠানো নির্দেশে মূলত বিমান হামলা হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, বুধবার, ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর আবারও দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে । পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায়ও এই মহড়ায় সামিল হবে।
বুধবার বাংলার কোথায় কোথায় মহড়া হবে? জেনে নিন
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২৫৯টি ‘অসামরিক প্রতিরক্ষা জেলা’ বা ‘সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট’ রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩১টি জায়গাও। এর আগে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হয়েছিল।
‘মক ড্রিল’-এ কী কী হবে?
দেশের সব রাজ্যকে পাঠানো নির্দেশে মূলত বিমান হামলা হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।
মহড়ায় কী হতে চলেছে জেনে নিন –
- মহড়ায় বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
- নাগরিক, পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের।
- মহড়া হবে হঠাৎ আলো নিবিয়ে দিয়ে ‘ক্র্যাশ ব্ল্যাকআউট-এর ’।
- প্রস্তুতি নেওয়া হবে গুরুত্বপূর্ণ ভবন, পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার।
- জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করার মহড়া হবে।
- কার্যকরী ‘হটলাইন’ সংযোগ স্থাপন করা হবে নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে।
- মহড়া হবে ‘কন্ট্রোল রুম’ এবং ‘ছায়া কন্ট্রোল রুম’ কতটা তৈরি হবে, তাই নিয়ে।