আবার বিজেপি শাসিত রাজস্থানে নিখোঁজ বাংলা’র শ্রমিক!

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা শ্রীমন্ত মাল, বয়স ৪২, রাজস্থানে কাজের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৮: বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় জোখ রাজ্য রাজনীতি উত্তাল, তখন নতুন করে আতঙ্ক ছড়াল রাজস্থান থেকে আসা এক খবরে।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা শ্রীমন্ত মাল, বয়স ৪২, রাজস্থানে কাজের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁর পরিবারের দাবি, গত জুলাই মাসে রান্নার কাজের প্রতিশ্রুতি দিয়ে দুর্গাপুরের তামলা এলাকার কাশীনাথ সিংহ তাঁকে রাজস্থানের কোটারি অঞ্চলে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছে তাঁকে অন্য ধরনের কাজ করতে বাধ্য করা হয়, যা আরো বেশি পরিশ্রমের।শেষবার পরিবারের সঙ্গে কথা হয় ২৪ জুলাই, তাও কাশীনাথের ফোন ব্যবহার করে। সেদিন শ্রীমন্ত জানান, তিনি আর থাকতে চাইছেন না এবং বাড়ি ফিরতে চান। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। ফোন বন্ধ, যোগাযোগ অসম্ভব।

শ্ৰীমন্তর পরিবারের তরফে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদ। পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে বলে খবর।

সম্প্রতি মহারাষ্ট্রে ডায়মন্ড হারবারের জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাবাই সর্দারকে ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশ। তাঁকে মুক্ত করতে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি ছাড়া পান।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজস্থানের এই ঘটনায়, বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen