লালগড়ে অস্ত্র-সহ গ্রেপ্তার বিজেপি কর্মী

তৃণমূল নেতা শ্যামল মাহাতো বলেন, ‘‘দুর্গাপদ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন

December 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অস্ত্র-সহ এক বিজেপি কর্মীকে (BJP Worker) গ্রেফতার করল লালগড় (Lalgarh) থানার পুলিশ। ধৃতের নাম দুর্গাপদ মুদি (৩২)। রবিবার তাঁকে তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। দুর্গাপদকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই ঘটনা ঘিরে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দুর্গাপদ বেলাটিকরি অঞ্চলের বিজেপি-র শক্তি কেন্দ্র প্রমুখ। তাঁর বাড়ি অগয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলাটিকরি গ্রামে শনিবার কয়েকজন বসে মদ্যপান করছিলেন। সেই দুর্গাপদকে গ্রেফতার করা হয়। তাঁর কাছে একটি ওয়ান শটার পাওয়া দিয়েছে। মিলেছে দু’রাউন্ড কার্তুজও।

ওই ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মাহাতো বলেন, ‘‘দুর্গাপদ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।’’ এ নিয়ে বিজেপি-র জেলা সভাপতি তুফান মাহাতোর অভিযোগ, ‘‘বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দুর্গাপদ। তখন তৃণমূলের লোকজন বসে মদ্যপান করছিলেন। তাঁরা দুর্গাপদকে মারধর করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’’ পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘লালগড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen