প্রচারই সার অন্ধকারেই মোদীর ‘উজ্জ্বলা’য় নয়া ১ কোটি গ্যাস সংযোগ
গত ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ কোটি গ্রাহককে নিখরচায় গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojana) বিনামূল্যে আরও এক কোটি গ্যাসের সংযোগ দেওয়া হবে। দরিদ্র পরিবারের মহিলাদের হাতে রান্নার গ্যাস পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত। গত ফেব্রুয়ারি মাসের বাজেটে ‘বুক ফুলিয়ে’ সেকথা ঘোষণা করেছে মোদী সরকার। চলতি অর্থবর্ষের জুন মাস থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু, প্রতিশ্রুতি-প্রচারই সার! কাজের কাজ এগয়নি একচুলও। বরং তার ফাঁকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ৮৬১ টাকায় এসে দাঁড়িয়েছে। উজ্জ্বলা যোজনার জন্য জমা পড়া নতুন আবেদনগুলির কোনও সুরাহা হয়নি। তবে কি কোভিডের কারণে কেন্দ্রের আয় কমে যাওয়ার মাসুল গুণতে হচ্ছে গরিব পরিবারগুলিকে? শুরু হয়েছে জল্পনা। সরকার এভাবেই দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মোদী সরকারের প্রতিশ্রুতি পালন না করার তালিকা।
গত ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ কোটি গ্রাহককে নিখরচায় গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। প্রকল্পটির জন্য বাজেটে আট হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ নেওয়ার জন্য ১৬৫০ টাকা দেয় কেন্দ্র। গ্রাহককে শুধু সিলিন্ডার ও ওভেন কিনতে হয়। সেই দামও ভর্তুকির টাকা থেকে কিস্তিতে মেটাতে পারেন গ্রাহক। প্রথম বছরে ২ কোটি ২০ লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হয়। পরের দু’বছরে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে কেন্দ্র। তাই ২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে উজ্জ্বলা যোজনার টার্গেট বাড়িয়ে করা হয় আট কোটি। কাজে গতি আনতে মোট ২১ হাজার ক্যাম্প করে প্রচারে নামে পেট্রলিয়াম মন্ত্রক। গত বছর সেপ্টেম্বর মাসে সেই লক্ষ্যমাত্রাও পূরণ হয়ে যায়। আর তারপরই প্রকল্পটিতে যবনিকা টানে কেন্দ্র। যে সফ্টওয়্যারের মাধ্যমে উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ দেওয়া হতো, সেটিও বাতিল করা হয়।
পরিসংখ্যান বলছে, বর্তমানে সারা দেশে উজ্জ্বলা যোজনার গ্রাহক সংখ্যা ৭ কোটি ১৯ লক্ষ ৬ হাজার ৮১২ জন। সিলিন্ডারের ক্রমবর্ধমান দামের কারণে এই প্রকল্পের গ্রাহকদের একটা অংশ গত কয়েক মাসে গ্যাস সংযোগ ছেড়ে দিয়েছে। উজ্জ্বলা যোজনার গ্রাহক সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। প্রায় ৮০ লক্ষ ৬৭ হাজার গরিব পরিবারের মহিলারা বিনামূল্যে গ্যাস সংযোগ পেয়েছেন। প্রায় ১ কোটি ২৯ লক্ষ গ্রাহক নিয়ে উত্তরপ্রদেশ রয়েছে প্রথম স্থানে।
প্রকল্পটির চাহিদা এতটুকু কমেনি বলেই মত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্তা এবং গ্যাস ডিলারদের। তাই ফের এক কোটি পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রাথমিকভাবে ২০১১ সালের আর্থ-সামাজিক সুমারির উপর ভিত্তি করে গরিবদের ওই যোজনার আওতায় আনা হয়েছিল। পরবর্তীতে লক্ষ্যমাত্রা বাড়ায় রাজ্যগুলির নিজস্ব বিপিএল তালিকাকেও গুরুত্ব দেওয়া হয়। সেই তালিকায় থাকা অনেকেই এখনও গ্যাস সংযোগ নেননি। আবার বহু পরিবারে সংসার ভাগ হওয়ায় মহিলারা নতুন গ্যাস চাইছেন। বাজেট ঘোষণার পর এব্যাপারে আশাবাদী হয়েছিলেন তাঁরা। কিন্তু, বিধি বাম! একে বাজেটে এই খাতে কোনও বরাদ্দের কথা জানায়নি মোদী সরকার। এখন ডিলারদের একাংশ বলছেন, ঘোষণার পর বিষয়টি নিয়ে সরকারি মহলে কিছু উদ্যোগ ছিল। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই তালিকা প্রস্তুত করতেও বলা হয়েছিল। তারপর আর বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না।