নজির গড়ল ‘স্বাস্থ্য সাথী’! মমতা সরকারের প্রকল্পে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেলেন এক কোটি মানুষ

November 3, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৩০: মাইলফলক ছুঁয়ে ফেলল স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প। রাজ্য সরকারের প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমাজ মাধ্যমে তিনি জানান, ২০২৫-র ৩১ অক্টোবর তারিখে নজির গড়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় বাংলার এক কোটি মানুষ হাসপাতালে চিকিৎসা পেয়েছেন। যার জন্য ব্যয় হয়েছে ১৩,১৫৬ কোটি টাকা। পুরো টাকাটাই ব্যয় করা হয়েছে রাজ্য বাজেট থেকে।

মমতা আরও জানান, বাংলার যে কোনও বাসিন্দা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন। যা অন্য রাজ্যের কোনও প্রকল্পের ক্ষেত্র হয় না। বাংলার প্রায় সাড়ে আট কোটির বেশি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাধীন বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে মমতা লিখছেন, “শক্তিশালী তথ্য-প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং হাসপাতালে সময়সীমা-নির্দিষ্ট অর্থ প্রদানের ফলে প্রকল্পের উপভোক্তাদের দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান সুনিশ্চিত হয়েছে।” রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা আরও জানান, “কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনাদের পাশে রয়েছে।”

উল্লেখ্য, স্বাস্থ্য সাথী মূলত একটি বিমা। রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। শুধুমাত্র সরকারি হাসপাতালে নয়, বেসরকারি হাসপাতালেও এই কার্ড থাকলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। রাজ্যের সাধারণ মানুষ এমনকী পরিযায়ী শ্রমিকরাও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পান। কার্ড পিছু এক একটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen