মাত্র ১৮ দিনে এক কোটি টিকা প্রদান করল বাংলা

গ্রামে টিকা দেওয়া হয়েছে ৪৪ লক্ষ ডোজ। 

September 19, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা টিকাকরণে (Covid Vaccination) বাংলায় স্মরণীয় হয়ে রইল শনিবার দিনটি। একইদিনে একাধিক রেকর্ড করল পশ্চিমবঙ্গ (West Bengal)। নিজেদের আগের রেকর্ড নিজেরাই ভেঙে দ্রুততম এক কোটি ডোজ দিল স্বাস্থ্যদপ্তর (Health Dept)। প্রথম এক কোটি ডোজ দেওয়া হয়েছিল ১০৫ দিনে। তারপর প্রত্যেক এক কোটি ডোজ দেওয়ার ক্ষেত্রে সময় কমিয়েছে বাংলা। শনিবার বাংলা ছুঁয়ে ফেলল পাঁচ কোটি টিকাকরণের লক্ষ্যও। আর এই পঞ্চম কোটি এল মাত্র ১৮ দিনে! 

এর আগে পশ্চিমবঙ্গ দিনে ১৩ লক্ষাধিক টিকা দেওয়ার রেকর্ড স্পর্শ করেছিল। শনিবার সন্ধ্যাতেই বাংলা পার করে ফেলেছে সাড়ে ১১ লক্ষ ডোজ টিকাদান। রাতের মধ্যে টিকাদান আগের রেকর্ড তথা ১৩ লাখ ডোজও পার করে ফেলবে, এমনই আশা করছেন স্বাস্থ্যকর্তারা। একদিনে বেশি টিকাদানে এদিন বাংলার আগে রয়েছে শুধুমাত্র মহারাষ্ট্র (সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে ১২ লক্ষ ডোজ)। 
রাজ্যে টিকা পাওয়ার যোগ্য অর্থাৎ ১৮ ঊর্ধ্ব জনসংখ্যা সাত কোটি ২৬ লক্ষ। রাজ্যের জানা ছিল সাত কোটি। সম্প্রতি সাত কোটি ২৬ লক্ষ জনসংখ্যার টিকাদানের লক্ষ্যের কথা দপ্তরকে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই হিসেব ধরেই অর্ধেক রাজ্যবাসীর প্রথম ডোজ পাওয়ার লক্ষ্যও এদিন পূরণ করল রাজ্য। রাজ্যের হিসেব অনুযায়ী, কিছুদিন আগেই অবশ্য এই লক্ষ্যপূরণ হয়ে গিয়েছিল। দ্রুততম এক কোটি ডোজ দেওয়ার বিষয় নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাইলস্টোনের জন্য ঘনিষ্ঠমহলে তিনি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ ‘টিম স্বাস্থ্যদপ্তর’-এর ভূয়সি প্রশংসা করেন। রাজ্যের এই সাফল্যের কথা এদিন ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। ক্যাবিনেট সচিব উৎসবের মরশুমে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি টিকাকরণকেই পাখির চোখ করতে বলেছেন। রাজ্য হেলথ ডাইরেক্টরেটে টিকাকরণের শীর্ষকর্তা ডাঃ অসীম দাস মালাকার বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে টিকার সরবরাহ ঠিক থাকলে আমরা এমন বহু মাইলস্টোন পার করব।  


স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, তৃতীয় ঢেউ আসতে পারে, এই আশঙ্কাতে বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকায় টিকাকরণ। সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত গ্রামীণ এলাকায় শহরাঞ্চলের তুলনায় বেশি টিকাদান হচ্ছে। ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের শহরাঞ্চলে ৩২ লক্ষ ডোজ টিকাদান হয়েছে। সেখানে গ্রামীণ এলাকায় মানুষ ১২ লক্ষ ডোজ বেশি টিকা পেয়েছেন। গ্রামে টিকা দেওয়া হয়েছে ৪৪ লক্ষ ডোজ। 


এইবার একবার চোখ বোলানো যাক, প্রথম ডোজ টিকাকরণে রাজ্যের প্রথম সাত জেলার চিত্র। ১৩২ শতাংশ টিকা দিয়ে কলকাতা রয়েছে প্রথমে। পর্যায়ক্রমে রয়েছে যথাক্রমে কালিম্পং (৭৩ শতাংশ), দার্জিলিং (৬৮ শতাংশ), নন্দীগ্রাম (৬১ শতাংশ), উত্তর ২৪ পরগনা (৫৯ শতাংশ), বীরভূম (৫৭ শতাংশ) এবং আসানসোল (৫৩ শতাংশ)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen