মেসিদের হারিয়েই উপহার: এক দিনের ছুটি ঘোষণা সৌদি আরবে

এই পদক্ষেপটি এই দেশের চূড়ান্ত পরীক্ষার মাঝামাঝি সময়ে ঘোষণা হওয়ায় সে দেশের পরীক্ষার সময়সূচী বদল করতে হবে।

November 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় ফুটবল দলের ২-১ গোলে জয়ের পর সৌদি আরব আজ জাতীয় ছুটি ঘোষণা করেছে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে। সে দেশে আজ সব সরকারি-বেসরকারি কর্মচারীরা ছুটি পাবেন এমনি ঘোষণা করেছে, সৌদি আরবের রাজা সালমান। স্কুলগুলোও বন্ধ থাকবে। এই পদক্ষেপটি এই দেশের চূড়ান্ত পরীক্ষার মাঝামাঝি সময়ে ঘোষণা হওয়ায় সে দেশের পরীক্ষার সময়সূচী বদল করতে হবে।

রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ টুইটারে ঘোষণা করেছেন যে মঙ্গলবার শহরের প্রধান থিম পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলিতে বিনামূল্যে ঢোকা যাবে।

দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে সালেহ আল-শেহরি গোল করে সমতা ফেরান এবং জয়সূচক গোলটি করেন সালেম আল-দাওসারির।

খেলা শেষের চূড়ান্ত বাঁশি বাজানোর পরে সৌদি আরবের রাজধানী রিয়াদ জুড়ে উদযাপন শুরু হয়, ভক্তরা দ্রুতগামী গাড়ির জানালা থেকে তলোয়ার-সমৃদ্ধ জাতীয় পতাকা নিয়ে উৎসবের আবহ তৈরী করে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে রোজার মিল্লার ক্যামেরুন যখন আজেন্টিনাকে হারায়, সে দেশের সরকারও পরের দিন ছুটি ঘোষণা করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen