Sheikh Hasina: বাংলাদেশ ত্যাগের এক বছর, কোন পথে শেখ হাসিনার ভাগ্য?
তিনি দলের সমর্থকদের ন্যায়বিচার, শান্তি ও ধর্মীয় সম্প্রীতি (religious harmony) রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪৩: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হয়েছে। তবে, তাঁর বর্তমান অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ এখনও রহস্যে ঘেরা। ভারত সরকার তাঁকে দিল্লীর একটি সুরক্ষিত বাসভবনে রাখলেও, প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ (Awami League) নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন – যাঁদের অনেকে দেশে এবং প্রবাসে (exile) রয়েছেন। তাঁর সরকার পতনের প্রথম বর্ষপূর্তিতে এক বিবৃতিতে হাসিনা দাবি করেছেন, তিনি কখনও পদত্যাগ (resign) করেননি। তিনি দলের সমর্থকদের ন্যায়বিচার, শান্তি ও ধর্মীয় সম্প্রীতি (religious harmony) রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
গত মে মাসে মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলেও, হাসিনা দলকে বাংলাদেশে প্রচারাভিযান চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।
দিল্লী হাসিনাকে আশ্রয় দিলেও, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত চাইছে না যেন হাসিনার কার্যকলাপ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।