ইন্টার স্টেট এক্সিট পাস এখন পান বাড়িতে বসেই

লকডাউনের জেরে অনেকেই হয়তো ঘরবন্দি। কর্মক্ষেত্র থেকে দূরে, কিংবা প্রিয়জনদের থেকে আলাদা। লকডাউনের তৃতীয় পর্যায়ে অনেক ছাড় মিলেছে। তাই, বিভিন্ন কারণে বহু মানুষকেই হয়তো ভিন রাজ্যে যেতে হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার সেই সকল ব্যক্তিদের সাহায্য করতে একটি উদ্যোগ নিয়েছে।

May 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লকডাউনের জেরে অনেকেই হয়তো ঘরবন্দি। কর্মক্ষেত্র থেকে দূরে, কিংবা প্রিয়জনদের থেকে আলাদা। লকডাউনের তৃতীয় পর্যায়ে অনেক ছাড় মিলেছে। তাই, বিভিন্ন কারণে বহু মানুষকেই হয়তো ভিন রাজ্যে যেতে হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার সেই সকল ব্যক্তিদের সাহায্য করতে একটি উদ্যোগ নিয়েছে। 

ইন্টার স্টেট এক্সিট পাস এখন পান বাড়িতে বসেই

এখন ইন্টার স্টেট এক্সিট পাসের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কোথাও যেতে হবে না। নিজের কম্পিউটার বা মোবাইল থেকে এগিয়ে বাংলা পোর্টালে যান বা নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এরপর নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে তৈরি করে ফেলুন নিজের পাস।

http://202.61.117.163/Interstatepass/aspx/signin.aspx

একটি ডামি পাস নীচে দেওয়া হলো। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পাসের মালিককে কোনোভাবেই কন্টেনমেন্ট অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

https://www.facebook.com/vivek.sahay1/posts/10157441662883869
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen