Operation Baam: বালোচদের ১৭টি হামলায় কাঁপছে পাকিস্তান!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: ফের বাজছে যুদ্ধের সাইরেন! পাকিস্তানে তাণ্ডব ‘অপারেশন বাম’-এর। ১৭টি জায়গায় হামলা চালিয়ে কাঁপাল বালোচ বিদ্রোহী সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF)। ইতিমধ্যে পাকিস্তানের মাটিতে অন্তত ১৭টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে একযোগে এই হামলা চালানো হয় বালোচিস্তানের (Balochistan) বিভিন্ন সরকারি দপ্তর, সেনা চেকপোস্ট ও যোগাযোগ পরিকাঠামোয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বালোচিস্তানের তুরবাত এলাকায় গ্রেনেড হামলায় মহিলা ও শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। সিবি ও হারনাই এলাকাতেও গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া কেচ এলাকায় এক ব্যক্তির বাড়িতে মোটরসাইকেলে এসে দুষ্কৃতীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়।
অপারেশন বাম কী?
‘অপারেশন বাম’-এর অর্থ স্থানীয় ভাষায় ‘ভোর’। বিএলএফ দাবি করেছে, এই অভিযান বালোচ জাতীয় মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়। সংগঠনের মুখপাত্র মেজর গওহারাম এই অভিযানকে বালোচ জাতীয় মুক্তিযুদ্ধের ‘নতুন ভোর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, মাকরান উপকূল থেকে শুরু করে পাহাড়ি কোহ-ই-সুলেমান পর্যন্ত বিস্তৃত হবে এই অভিযান। তাঁর দাবি, এই হামলা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর প্রাণহানি ও পরিকাঠামোর ক্ষতি ঘটাতে সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে পৃথক হয়ে গেল বালোচিস্তান! স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে রাষ্ট্রসংঘের কাছে আবেদন
ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, পাকিস্তানি সেনা চেকপোস্ট, প্রশাসনিক ভবন এবং যোগাযোগ ব্যবস্থাও হামলার লক্ষ্য হয়েছে। পাকিস্তান সরকার (Pakistan Government) এখনও এই হামলার ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানায়নি। তবে কেচ ও পাঞ্জগুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে এটিই বালোচ বিদ্রোহীদের সবচেয়ে বড় ও সংগঠিত হামলা। দীর্ঘদিন ধরেই বালোচদের অভিযোগ, পাকিস্তান বালোচিস্তানের সম্পদ শোষণ করছে এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আন্তর্জাতিক মহলও পাকিস্তান সরকারের বিরুদ্ধে জোরপূর্বক গুম ও বিনা কারণে গ্রেপ্তারের অভিযোগ তুলেছে।