কর্ণাটকে ‘অপারেশন লোটাস’! ফের ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টায় BJP?

জনাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গদিতে বসাকে রুটিন করে ফেলেছে বিজেপি।

October 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গদিতে বসাকে রুটিন করে ফেলেছে বিজেপি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র একের পর এক রাজ্যে এভাবেই সরকার গড়েছে বিজেপি। এবার কর্ণাটককে টার্গেট করেছে গেরুয়া শিবির। এক, একজন বিধায়কের দাম হাঁকানো হচ্ছে ৫০ কোটি টাকা! মন্ত্রিত্বের টোপ তো আছেই। কংগ্রেস থেকে বেরিয়ে আসলেই মিলবে এগুলো। কর্ণাটকে বিধানসভা ভোটে হারার কয়েক মাসের মধ্যেই ‘অপারেশন লোটাস’-র চক্রান্ত শুরু করেছে বিজেপি। গদি দখলের উদ্দেশ্যে লোভনীয় ‘অফার’ নিয়ে কংগ্রেস বিধায়কদের কাছে যাচ্ছে বিজেপি, এই অভিযোগ ঘিরে উত্তাল দাক্ষিণাত্য।

বিজেপির এহেন অফারের কথা প্রথম প্রকাশ্যে এনেছেন কর্ণাটকের মান্ড্য বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি সরাসরি বলেছেন, বিজেপি তাদের প্রিয় খেলা, অপারেশন লোটাসে ফের নেমেছে। জয়ী দলের বিধায়ক কিনে নিয়ে নির্বাচিত সরকার ফেলে দেওয়ায় অভ্যস্ত ওরা। চারজন কংগ্রেস বিধায়কের কাছে দলবদলের অফার গিয়েছে বলেও জানান তিনি। তাতে লাভ হবে না বলেই দাবি তাঁর। অন্যদিকে, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হুঁশিয়ারি দিয়েছেন, গেরুয়া শিবিরেই ‘অপারেশন হস্ত’ চালানো হবে।

রবিকুমার গৌড়া জানিয়েছেন, বিজেপির কেন্দ্রীয় স্তরের দু‌ই শীর্ষ নেতা ও রাজ্যের এক পদাধিকারী অপারেশনের চালিকাশক্তি। উল্লেখ্য, তিনজনের টিমই ২০১৯ সালে কংগ্রেস এবং জেডিএস জোট সরকারের পতনে কারিগরের ভূমিকা নিয়েছিলেন। উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের দাবি, বিজেপির ওই তিন নেতা জানেনই না যে, গেরুয়া শিবিরের বিধায়করা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে, অভিযোগের প্রমাণ হাতে রয়েছে বলেই দাবি মান্ড্যর বিধায়ক রবিকুমারের। কয়েকদিনের মধ্যেই তা সর্বসমক্ষে আনা হবে বলেও জানাচ্ছেন তিনি। দলবদলের প্রস্তাব নিয়ে আসা ফোনের কলরেকর্ড রয়েছে কংগ্রেস বিধায়কদের কাছে, এমনই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen