Operation Rising Lion: ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালাল ইজরায়েল
শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল-আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: ইজরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোর হতে না হতেই ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল-আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তবে এই আক্রমণ আসলে সতর্কতামূলক পদক্ষেপ, এমনটাই জানিয়েছে ইজরায়েলি সেনা।
সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরানের তরফ থেকে লাগাতার পরমাণু হামলার আশঙ্কা করা হচ্ছে। সেটা যতদিন পর্যন্ত না নির্মূল করা যায় ততদিন চলবে এই হামলা। আপাতত আগামী কয়েক দিন ইরানের উপর হামলা চলবে বলেই জানিয়েছেন নেতানিয়াহু।
ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে।
তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, পশ্চিম তেহরান সংলগ্ন চিতগরে কালো ধোঁয়া দেখা গিয়েছে। তবে সেখানে কোনও পরমাণু কেন্দ্র নেই বলে জানা গিয়েছে। গোটা ইরানের কী পরিস্থিতি, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে এপি।
পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজরায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে।
ইজরায়েলের এক সেনা আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, তাদের হামলায় ‘খুব সম্ভবত’ মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির।